গাইবান্ধার গিদারীতে ব্রিজ নির্মাণের দাবি

গাইবান্ধা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা | 2023-08-30 18:47:20

গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের কালির বাজার সড়ক থেকে প্রধানের বাজার পর্যন্ত ব্রিজ নির্মাণ করার দাবি জানানো হয়। এছাড়াও দক্ষিণ গিদারী থেকে কাউন্সিল বাজার পর্যন্ত রাস্তাটি পাকাকরণের দাবি করা হয়।

এ দাবিতে বুধবার (৩০ অক্টোবর) মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি উত্তর গিদারী শাখা।

উত্তর গিদারী শাখা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিহির ঘোষ, গাইবান্ধা সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ছাদেকুল ইসলাম, দারিয়াপুর অঞ্চল সিপিবি'র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা নেতা সন্তোষ বর্মণ ও জাহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, 'ওইস্থানে দীর্ঘদিন ধরে ব্রিজ নির্মাণ না হওয়ায় এ এলাকার মানুষরা বাঁশের সাঁকোর উপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করে আসছেন। অবিলম্বে ব্রিজ হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। সেই সঙ্গে দক্ষিণ গিদারীস্থ যুগীরঘাট ফুটওভার ব্রিজ থেকে গিদারী ইউনিয়ন পরিষদ কার্যালয় কাউন্সিল বাজার পর্যন্ত রাস্তা পাকা করতে হবে।'

এ সম্পর্কিত আরও খবর