শিবালয়ে ২২ দিনে ২৮২ জনের জেল-জরিমানা

মানিকগঞ্জ, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মানিকগঞ্জ | 2023-08-24 09:21:44

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পদ্মা-যমুনায় ইলিশ শিকার ও ক্রয় বিক্রয় এবং বহন করার দায়ে ২২ দিনের অভিযানে ২৮২ জনকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএফএম ফিরোজ মাহমুদ বার্তাটোয়েন্টিফোর.কমকে বিষয়টি নিশ্চিত করেন।

এসময় তিনি বলেন, ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত পদ্মা-যমুনায় মা ইলিশ শিকারে নিষেধাজ্ঞা দেওয়া হয় সরকারিভাবে। এই নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ১৮১ জন জেলেকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া ইলিশ ক্রয় বিক্রয় ও বহন করার দায়ে ১০১ জনকে মোট ৪ লক্ষ ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জেলেদের নিকট থেকে উদ্ধার করা প্রায় দুই মেট্টিক টন মা ইলিশ। যা স্থানীয় এতিমখানা ও জেলা কারাগারের বন্দিদের মাঝে বিতরণ করা হয়।

ধ্বংস করা হয় জেলেদের নিকট থেকে উদ্ধার হওয়া ৩৬ লক্ষ ৪০ হাজার মিটার কারেন্ট জাল। জব্দ করা হয় মা ইলিশ শিকারে ব্যবহৃত ১৬৫টি ট্রলার। অভিযানে শিবালয় থানা পুলিশ, নৌ পুলিশ সহযোগীতা করেন বলেও জানান ইউএনও।

এ সম্পর্কিত আরও খবর