মানিকগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

মানিকগঞ্জ, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মানিকগঞ্জ | 2023-08-23 22:30:59

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দাশেরহাট গ্রামে স্ত্রী মনিরা আক্তার ময়না হত্যা মামলায় স্বামী মো. দেলোয়ার হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ৩টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মমতাজ বেগম এই রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১২ জুলাই পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রী মনিরাকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী দেলোয়ার। পরে তা আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করেন তিনি।

এ ঘটনার পর সিংগাইর থানা পুলিশ মনিরার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ সময় স্বামী দেলোয়ার হাসপাতাল মর্গে মনিরার মরদেহ রেখে কৌশলে পালিয়ে যায়।

পরে একইদিন রাতে নিহত মনিরার মা নুরজাহান বাদী হয়ে তিনজনকে আসামি করে সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার তিন মাস পর আসামি দেলোয়ারকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। অন্য আসামিরা আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন।

পুলিশ তিনজনকে আসামি করে ২০১৫ সালের ১৮ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ২৩ স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষনা করেন।

মামলায় খালাস পাওয়া দুই জনের মধ্যে একজন দেলোয়ারের ভাবী রেবেকা বেগম এবং অপরজন দেলোয়ারের বন্ধু আব্দুল বাতেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী আহসান হাবিব এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী খলিলুর রহমান।

এ সম্পর্কিত আরও খবর