‘বঙ্গবন্ধু ছিলেন শিল্পের মহান পৃষ্ঠপোষক’

নীলফামারী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নীলফামারী | 2023-08-26 02:08:36

শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেছেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন শিল্পের মহান পৃষ্ঠপোষক। তিনি ১৯৭৪ সালে শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন।’

তিনি বলেন, ‘স্বাধীনতার পর সংস্কৃতির যে বৈপ্লবিক পরিবেশ আমরা পেয়েছিলাম ৭৫ পর তা স্তিমিত করে দেওয়া হয়েছিলো। তবে দিন পাল্টেছে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এখন শিল্প, সংস্কৃতিমনা সৃজনশীল মানবিক বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি।’

শুক্রবার (১ নভেম্বর) দুপুর ১২টায় জলসিঁড়ি নাট্য সংস্থার আয়োজনে ‘নীলফামারী আন্তর্জাতিক নাট্যোৎসব ২০১৯’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিল্পকলা একাডেমির মহাপরিচালক বলেন, ‘২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত ‘মুজিববর্ষ’ ঘোষণা করা হয়েছে। আমরা সব বয়সী মানুষদের নিয়ে মুজিববর্ষটি পালন করবো।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। আসুন আমরা প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করি। যাতে করে তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন।’

চলমান শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘সত্য ও কল্যাণের জন্য শিল্পীরা অঙ্গীকারবদ্ধ। সকল অশুভশক্তি, অবক্ষয় ও দুর্নীতি বিনাশ করে সুন্দর সমাজ বিনির্মাণে শিল্পীরা কাজ করছে, কাজ করে যাবে।’

নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী,জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আল জাবির, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, পুলিশ সুপার আশরাফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, পালাকার সায়িক সাদ্দীকি প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর