বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে ধূম্রজাল সৃষ্টির কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি খালেদা জিয়া চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় আগের চেয়ে অনেক সুস্থ রয়েছেন। কেবল সরকারি চিকিৎসক নয়, টিমে খালেদা জিয়ার পছন্দের চিকিৎসক রয়েছেন।’
শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
খালেদা জিয়ার চিকিৎসা সেবা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিথ্যাচার করছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আদালত সরকারের নিয়ন্ত্রণে নেই। আদালতে বর্তমানে ন্যায়বিচার নিশ্চিত করা হয়েছে।’
সরকার জঙ্গিদের কঠোর হাতে দমন করায় দেশে এখন শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে বলেও জানান তিনি।
কঠিন চীবর দান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ সরদার, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ রিজাউল হক দিপু, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ, ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামসহ আরও অনেকে।