আ.লীগের সম্মেলন ঘিরে বরিশালে উৎসবের আমেজ

বরিশাল, দেশের খবর

জহির রায়হান, স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল | 2023-08-31 00:40:06

দেশের প্রাচীনতম ও মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে চলতি বছরের ২০ ও ২১ ডিসেম্বর। ক্ষমতাসীন এ দলটির সম্মেলন সার্থক ও সফল করতে বরিশালে ইতোমধ্যে শুরু হয়েছে জেলা-উপজেলা,মহানগর,পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের বর্ধিত সভা, ত্রি- বার্ষিক সম্মেলন আর নতুন কমিটি গঠন।

সব মিলিয়ে এসব এলাকায় বইছে উৎসবের আমেজ। তবে বরিশাল মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ৭ ডিসেম্বর ও জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ডের মধ্যে গতকাল শনিবার (২ নভেম্বর) পর্যন্ত ১৫টি ওয়ার্ডে আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২০ অক্টোবর থেকে এ সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনে ১, ২৮, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে নতুন কমিটি ঘোষণা করেছে মহানগর আওয়ামী লীগ।

বরিশালে শুরু হয়েছে সম্মেলন আর নতুন কমিটি গঠন।

বরিশাল মহানগর আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. হুমায়ুন কবীব বার্তা টোয়েন্টিফোর.কমকে বলেন, আগামী ১৫ নভেম্বরের মধ্যে বাকি ১৫টি ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন ও ২৬টি ওয়ার্ডে নতুন কমিটি ঘোষণা করা হবে।

বরিশাল জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, জাতীয় সম্মেলন উপলক্ষে গেল ১৭ অক্টোবর বিকেল ৪টায় নগরীর সার্কিট হাউজ মিলনায়তনে বরিশাল জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

পার্বত্য শান্তিচুক্তির পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রীর পদমর্যাদা) ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর (এমপি) সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম।

জেলার ১০টি উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ২০ নভেম্বর থেকে শুরু হয়ে ৩০ নভেম্বরের মধ্যে শেষ হবার কথা রয়েছে। বানারীপাড়ায় ২০ নভেম্বর, বাবুগঞ্জে ২১ নভেম্বর, উজিরপুরে ২২ নভেম্বর, মুলাদীতে ২৪ নভেম্বর, বাকেরগঞ্জে ২৫ নভেম্বর, হিজলায় ২৭ নভেম্বর,গৌরনদীতে ২৮ নভেম্বর, আগৈলঝাড়ায় ২৯ নভেম্বর এবং সর্বশেষ বরিশাল সদর উপজেলায় ৩০ নভেম্বর সম্মেলন অনুষ্ঠিত হবে। তবে ৯ টি উপজেলার সম্মেলনের তারিখ নির্ধারিত হলেও মেহেন্দীগঞ্জ উপজেলার সম্মেলনের তারিখ জানা যায়নি।

বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়বাত সাদিক আব্দুল্লাহ বার্তা টোয়েন্টিফোর.কমকে বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের ২১ তম জাতীয় সম্মেলন সফল ও সার্থক করার লক্ষে বরিশাল মহানগর আওয়ামী লীগ সকল প্রস্তুতি গ্রহণ করেছে। যার ধারাবাহিকতায় ওয়ার্ডে ওয়ার্ডে চলছে ত্রি-বার্ষিক সম্মেলন। সন্ত্রাসী, দুর্নীতিবাজ আর অনুপ্রবেশকারীদের বাদ দিয়ে আওয়ামী লীগের দুর্দিনের ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠন করা হচ্ছে।’

বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল বার্তা টোয়েন্টিফোর.কমকে বলেন, ‘সদ্য ঘোষিত আওয়ামী লীগের অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে বরিশাল মহানগর আওয়ামী লীগ। মহানগর কমিটিতেই কোনভাবেই তাদের ঠাঁই দেয়া হবে না। সৎ-যোগ্য,মেধাবী ও দলের দুর্দিনের পরীক্ষিত নেতাকর্মীদের যাছাই-বাছাই শেষে নতুন কমিটি গঠন করা হচ্ছে।’

২ নভেম্বর পর্যন্ত মহানগরীর ১৫টি ওয়ার্ডে আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বার্তা টোয়েন্টিফোর.কমকে বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের ২১ তম জাতীয় সম্মেলন কে সফল ও সার্থক করার জন্য ইতোমধ্যে বরিশালে ওয়ার্ড থেকে শুরু করে জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করার কর্মযজ্ঞ শুরু হয়েছে।’

তিনি বলেন, ‘অনুপ্রেবেশকারীদের বাদ দিয়ে ত্যাগী, আদর্শবান ও আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারীদেরকে নতুন কমিটিতে রাখা হবে।’

জেলা আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক আরও বলেন, ‘অনুপ্রবেশকারী, দুর্নীতিবাজ, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিপক্ষে যারা দাঁড়িয়েছিলেন তাদেরকে নতুন কমিটিতে না রাখার জন্য দলের হাইকমান্ড চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। তাই তারা নতুন কমিটিতে ঠাঁই পাচ্ছে না।’

সর্বশেষ ২০১২ সালের ২৭ ডিসেম্বর বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর ২০১৬ সালের ১ সেপ্টেম্বর বরিশাল জেলা আওয়ামী লীগের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি), সহ-সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর স্ত্রী শাহান আরা আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক পদে তালুকদার মো. ইউনুস এর নাম ঘোষণা করা হয়।

এরপর ২০১৬ সালের ১৯ অক্টোবর বরিশাল মহানগর আওয়ামী লীগের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি পদে অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নাম ঘোষণা করা হয়।

এ সম্পর্কিত আরও খবর