নতুন সড়ক পরিবহন আইন কার্যকর করতে প্রাথমিকভাবে যানবাহন চালকদের মাঝে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে রাঙামাটির পুলিশ বিভাগ।
রোববার (৩ নভেম্বর) জেলা শহরের বনরূপা বাজারে আনুষ্ঠানিকভাবে এই সচেতন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: ছুফি উল্লাহ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাঙামাটি-চট্টগ্রাম সড়কে চলাচলকৃত যানবাহনগুলোর চালকদের মাঝে লিফলেট বিতরণসহ নতুন সড়ক পরিবহন আইন সম্পর্কে ধারণা প্রদান করেন।
পুলিশের এডিশনাল এসপি ছুফি উল্লাহ জানিয়েছেন, এখনো চালকদের অনেকেই নতুন ট্রাফিক আইন সম্পর্কে ভালোভাবে অবহিত নয়। তাই এই আইনটি সম্পর্কে চালক ও হেলপারদের মাঝে সার্বিকভাবে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে রাঙামাটির পুলিশ বিভাগ। আগামী এক সপ্তাহ এই সচেতনতামূলক কার্যক্রম চালাবে পুলিশ।
তিনি বলেন, আমরা চাইনা বড় অংকের আর্থিক জরিমানা করে চালকদের কেউ কেউ বেকায়দায় পড়ুক। তাই আমরা এই ধরনের উদ্যোগ গ্রহণ করে সকলকে সচেতন করে গড়ে তোলার লক্ষে সড়কে প্রচার প্রচারণা চালাচ্ছি।