বগুড়ায় ট্রাকের ঘষায় হাত হারালেন বাসযাত্রী মাকসুদা

বগুড়া, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা টোয়েন্টিফোর.কম,বগুড়া | 2023-08-29 02:25:54

বগুড়ার শেরপুরে বাসের জানালা দিয়ে হাত বের করে রাখার সময় ট্রাকের ঘষায় ডান হাত হারালেন গার্মেন্টস কর্মী মাকসুদা বেগম (৩৫)।

রোববার (৩ নভেম্বর) বেলা তিনটার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের শেরপুর উপজেলার রাজাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

হাত হারানো মাকসুদা বেগম বগুড়ার শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর গ্রামের এমদাদুল হকের স্ত্রী।

জানা গেছে, ঢাকার একটি গার্মেন্টসে কাজ করেন মাকসুদা বেগম। ছুটি শেষে গ্রামের বাড়ি থেকে ঢাকা যাওয়ার জন্য মাঝিড়া বাসস্ট্যান্ড থেকে মা রিজিয়া পরিবহন নামের একটি বাসে ওঠেন। সিটে বসে মাকসুদা বেগম জানালা দিয়ে হাত বের করে রাখেন। মহাসড়কের রাজাপুর নামক স্থানে বিপরীতমুখী একটি ট্রাক বাসটি ঘেষে অতিক্রম করার সময় মাকসুদা বেগমের ডান হাত ট্রাকের ঘষায় কেটে নিচে পড়ে যায়।

এসময় বাস থামিয়ে মাকসুদা বেগমকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (ছিলিমপুর) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) আব্দুল আজিজ মন্ডল বার্তাটোয়েন্টিফোর. কমকে বলেন হাসপাতালে ভর্তির পর পর মাকসুদা বেগমকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর