বগুড়ায় পাথর ভর্তি ট্রাক থেকে ৫১০ বোতল ফেনসিডিল ও ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় গ্রেফতার করা হয়েছে ট্রাকের চালক-হেলপার ছাড়াও এক মাদক ব্যবসায়ীকে।
সোমবার (০৪ নভেম্বর) দুপুরে বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হচ্ছেন মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম (৪৫), ট্রাক চালক তাহেরুল ইসলাম রশিদ (২২), হেলপার সুরুজ্জামান (২৩)।
জানা গেছে, রোববার (৩ নভেম্বর) বুড়িমারী সীমান্ত থেকে পাথর ভর্তি একটি ট্রাকে বিপুল পরিমাণ মাদক পাচার হওয়ার খবর পায় ডিবি পুলিশ। এরপর রোববার দিবাগত রাতে থেকে ডিবি পুলিশের একাধিক টিম মহাসড়কে অবস্থান নেয়। ভোরে মহাসড়কের রেলগেট এলাকা থেকে ডিবি পুলিশের একটি দল ট্রাকটি আটক করে। এ সময় ট্রাকটি তল্লাশি করে পাথরের নিচ থেকে ৫১০ বোতল ফেনসিডিল ও ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।