মাদরাসা শিক্ষার্থীকে ইট দিয়ে আঘাত করে হত্যা

কুড়িগ্রাম, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুড়িগ্রাম | 2023-08-29 13:48:09

কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নে শাকিল (৮) নামে এক মাদরাসা শিক্ষার্থীকে ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম।

নিহত শাকিল ওই ইউনিয়নের হাটিথানা বাঁধ রাস্তা এলাকার আব্দুল কাদেরের ছেলে এবং একই এলাকার আলহাজ মরহুম রজব উদ্দিন নূরানী ও হাফেজিয়া মাদরাসার ছাত্র।

এ ঘটনায় ঘাতক রেজাউল ইসলাম পুটিমারী বহরের ভিটা গ্রামের মৃত শামসুল হকের ছেলে। তিনি দীর্ঘ ১০ বছর ধরে অনেকটা মানসিক ভারসাম্যহীন জীবনযাপন করছেন।

স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো সোমবার সকালে মাদরাসায় যায় শাকিল। এরপর সকাল ৯টার দিকে মাদরাসার শ্রেণিকক্ষ থেকে বের হয় শাকিল। ওই সময় মাদরাসার সামনে দিয়ে যাচ্ছিলেন রেজাউল। তাকে পাগল বলে বিরক্ত করছিল শাকিল। এতে উত্তেজিত হয়ে শাকিলকে ধরে আছাড় মারেন রেজাউল। পরে পাশে থাকা একটি ইট দিয়ে শাকিলের মাথায় আঘাত করেন। গুরুতর শাকিলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। তবে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।

চিলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রেজাউল ইসলামকে আটক করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর