মানিকগঞ্জে ছাত্রকে নকলে সহায়তা, শিক্ষক বহিষ্কার

মানিকগঞ্জ, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মানিকগঞ্জ | 2023-08-26 14:45:02

চলতি জেএসসি-জেডিসি ও সমমানের পরীক্ষায় নকলের দায়ে এক ছাত্র ও নকলে সহায়তার অভিযোগে এক শিক্ষককে দায়িত্ব থেকে বহিষ্কার করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও জেলার বিভিন্ন কেন্দ্রে মোট ৯২৬ জন শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে অনুপস্থিত ছিল।

সোমবার (৪ নভেম্বর) সকাল সোয়া ১১টার দিকে জেলার ঘিওর উপজেলার সিংজুরি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কক্ষ পরিদর্শক আদম আলীকে বহিষ্কার করা হয়। তেরশ্রী কালী নারায়ণ ইন্সটিটিউশনের সহকারী শিক্ষক তিনি।

দায়িত্ব পালনকালে পরীক্ষার্থী রাতুল মিয়াকে নকলে সহযোগিতা করার অপরাধে তাকে তিন বছরের জন্য বহিষ্কার করা হয়।

এছাড়াও জেলার ২৪ হাজার ৩৩৫ জেএসসি পরীক্ষার্থীর মধ্যে ৭১৮ জন, জেডিসি ১২৪৯ জনের মধ্যে ১১০ জন, এসএসসি (ভোকেশনাল) ২৫৯৪ জনের মধ্যে ৯১ জন এবং দাখিল (নবম) ১০১ জনের মধ্যে ৭ জনসহ মোট ৯২৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে বার্তাটোয়েন্টিফোর.কম'কে জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহিম।

 

এ সম্পর্কিত আরও খবর