চানাচুর খেয়ে ৩ ছাত্রী অজ্ঞান

রংপুর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রংপুর | 2023-08-25 01:29:25

রংপুরের পীরগঞ্জ উপজেলায় চানাচুর খেয়ে একটি মাদ্রাসার তিন ছাত্রীর অজ্ঞান হয়ে পড়ার ঘটনা ঘটেছে। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার চতরাহাট দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

অজ্ঞান হয়ে পড়া শিক্ষার্থীরা হলো- রিয়া মনি (১২), তমা খাতুন (১১) ও মোনতাহিনা খাতুন (১২)। তারা মাদ্রাসাটির ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘দুপুরে তিন ছাত্রী মাঠে খেলা শেষে ক্লাস রুমে ফেরার পর হঠাৎ অচেতন হয়ে পড়ে বলে জানতে পারি। সঙ্গে সঙ্গে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ছাত্রীদের সঙ্গে কথা বলে জানতে পানি তারা চানাচুর খেয়েছিলো। বর্তমানে সবাই সুস্থ রয়েছে। খাবার বিষক্রিয়ায় এটি হতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছে।’

অসুস্থ শিক্ষার্থীরা জানায়, স্থানীয় চানাচুর বিক্রেতা জাহিদুলের কাছ থেকে চানাচুর খাওয়ার পর থেকেই তারা অসুস্থ বোধ করছিলো।

অভিযোগ অস্বীকার করে চানচুর বিক্রেতা জাহিদুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে আমি ওই মাদ্রাসাতে চানাচুর, মুড়ি চানাচুর, আচার, বাদামসহ বিভিন্ন মুখরোচক খাবার বিক্রি করতেছি। আমার তৈরি খাবারে কোন ভেজাল নেই। শিক্ষার্থীরা অন্য কোন খাবার খেয়ে অসুস্থ হয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর