সিলেটে রবীন্দ্র শতবর্ষ স্মরণোৎসব শুরু

সিলেট, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট বার্তা টোয়েন্টিফোর.কম, সিলেট | 2023-08-31 02:05:47

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সিলেটবাসীর আমন্ত্রণে ‘শ্রীভূমি’ সিলেটে এসেছিলেন ১৯১৯ সালের নভেম্বরে। চলতি বছর এর শতবর্ষ পূর্তি হচ্ছে। সেই স্মৃতিকে স্মরণীয় করে রাখতে সিলেটে শুরু হয়েছে ‘সিলেটে রবীন্দ্রনাথ: শতবর্ষ স্মরণোৎসব’।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল ৪টায় নগরের ক্বীন ব্রিজ সংলগ্ন সুরমা নদীর তীরে আনুষ্ঠানিকভাবে স্মরণোৎসবের উদ্বোধন করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটের শিল্পীদের পরিবেশনায় নাচ, গান ও কবিতা আবৃত্তি করা হয়।

বুধবার (৬ নভেম্বর) মাছিমপুর, এমসি কলেজ ও চৌহাট্টা সিংহবাড়িতে পৃথকভাবে হবে নানা অনুষ্ঠান। এছাড়াও ৭ ও ৮ নভেম্বর সিলেট জেলা স্টেডিয়ামে বিকেল ৪টা থেকে অনুষ্ঠিত হবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ সম্পর্কিত আরও খবর