দোকান ভেঙে ৪ মণ ইলিশ চুরি

রাজশাহী, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজশাহী | 2023-08-31 17:25:30

রাজশাহী মহানগরীর সাহেব বাজার কাঁচাবাজার এলাকায় মাছ ব্যবসায়ীর দোকানের তালা ভেঙে চার মণ ইলিশ মাছ চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। চুরি যাওয়া মাছের ক্রয়মূল্য ও পরিবহন খরচ মিলে ব্যবসায়ীর লোকসান প্রায় দেড় লাখ টাকা।

মাছ ব্যবসায়ী আব্দুস সাত্তার জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়িতে যান। সকালে এসে দোকানের তালা ভেঙে নিচে পড়ে থাকতে দেখেন। দোকানে তখন অন্য একটি ছোট তালা লাগানো দেখতে পান।

প্রহরী মালিক আব্দুস সাত্তার জানান, রাতে ওই দোকানে কোনো তালা দেখতে না পেয়ে তিনিই একটি ছোট তালা লাগিয়ে দেন।

সাত্তার বলেন, 'আমিসহ অন্যরা সকালে দোকান খুলে দেখতে পাই, ৭টির মধ্যে চারটি মাছের কার্টুন নেই। চুরি হয়ে যাওয়া কার্টুনগুলোতেই বড় সাইজের ইলিশ ছিল। যেগুলো প্রায় ৮০০ টাকা কেজি দরে কেনা হয়েছিলো। ধারণা করা যাচ্ছে এখানকার ব্যবসায়ীদের মধ্যে কেউ যোগসাজশ করে মাছগুলো সরিয়েছে।'

এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানান তিনি।

এ বিষয়ে নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, 'বিষয়টি আমি শুনেছি। তবে ওই ব্যবসায়ী লিখিত অভিযোগ করলে আমরা তদন্ত করে দেখব।'

এ সম্পর্কিত আরও খবর