রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

সিরাজগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সিরাজগঞ্জ | 2023-08-09 09:41:38

সিরাজগঞ্জ শহরের বাজার, স্টেশন ও চামড়াপট্টি এলাকায় রেলওয়ের জমির ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে রেলওয়ের রাজশাহী বিভাগীয় এস্টেটমেন্ট অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।

প্রায় ৫শত অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর আজ উচ্ছেদ করা হবে। উচ্ছেদ অভিযানে সহকারী কমিশনার (ভুমি) মো. আনিসুর রহমান ও র‌্যাব-পুলিশসহ রেলওয়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান বার্তাটোয়েন্টিফোর.কম-কে জানান, বঙ্গবন্ধু সেতুতে রেলওয়ে সেতু নির্মাণ হচ্ছে। সেতুর মালামাল ও ভারত থেকে আসা কন্টেইনারগুলো রাখার জন্য ২০ একর জায়গার প্রয়োজন। এজন্য বাজার স্টেশন ও চামড়াপট্টি এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ওই স্থানে কন্টেইনার টার্মিনাল নির্মাণ করা হবে।

এছাড়াও যারা রেলওয়ে জায়গা যারা অবৈধভাবে দখল করে রয়েছে তা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। পরবর্তীতে আবেদনের প্রেক্ষিতে বৈধভাবে ইজারা দেয়া হবে বলেও তিনি জানিয়েছেন।

 

এ সম্পর্কিত আরও খবর