কুষ্টিয়ায় হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া | 2023-08-28 05:56:40

কুষ্টিয়ায় চেনি মোল্লা হত্যা মামলায় লালন গাজী নামে একজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী এ রায় ঘোষণা করেন। এসময় আসামি লালন গাজী আদালতে উপস্থিত ছিলেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

লালন গাজী কুষ্টিয়ার মিরপুর থানার চিথলিয়া গ্রামের মৃত মকবুল গাজীর ছেলে। অভিযুক্ত আসামি ও ভুক্তভোগী সম্পর্কে ভাইরাভাই।

আদালত সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ২০১৭ সালের ১৪ মার্চ সিরাজুল ইসলাম চেনি মোল্লাকে মিরপুর বাজারে দিনে-দুপুরে সবার সামনে হাতুড়ি দিয়ে পেটায় লালন গাজী। বাজারের লোকজন তাকে উদ্ধার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে বাজারের লোকজনের সহায়তায় মিরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত লালন গাজীকে আটক করে।

এ ঘটনায় নিহতের বড় ভাই মিরাজুল ইসলাম মেনি মোল্লা লালন গাজীকে একমাত্র আসামি করে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মিরপুর থানা পুলিশ ২০১৭ সালের ৩১ আগস্ট আদালতে চার্জশিট জমা দেন।

এ সম্পর্কিত আরও খবর