এ্যমোনিয়া প্লান্টে ত্রুটি থাকার কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে হঠাৎ করেই কারখানায় এই ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানায়, কারখানাটি চালু হতে প্রায় দুই থেকে তিনদিন সময় লাগতে পারে। কারখানা বন্ধ থাকার কারণে প্রতিদিন প্রায় কোটি টাকা মূল্যের ১২শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যহত হবে।
আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (কারিগরি) ড. মোফাজ্জল হোসেন জানান, কারখানাটি অনেক পুরনো হয়েছে। যার কারণে কারখানাটিতে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে হঠাৎ কারখানার এ্যমোনিয়া প্লান্টে কিছু ত্রুটি ধরা পড়ে। যার কারণে কারখানার ইউরিয়া সার উৎপাদন বন্ধ করা হয়।
তবে কারখানাটির এ্যমোনিয়া প্লান্টের ত্রুটি মেরামত ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কাজ শেষ করতে অন্তত দুই থেকে তিনদিন সময় লাগতে পারে বলেও জানান তিনি।