চোখের জলে বিদায় নিলেন 'বিতর্কিত' এসপি হারুন

নারায়ণগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নারায়ণগঞ্জ | 2023-08-24 04:05:23

সন্ত্রাসীদের বিরুদ্ধে কাজ করতে গিয়ে সমালোচিত হয়েছেন বলে দাবি করেছেন নারায়ণগঞ্জ জেলা থেকে সদ্য বদলি হওয়া পুলিশ সুপার (এসপি) হারুন অর রশীদ৷

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে জেলা পুলিশ লাইন্সে বিদায়ী সংবর্ধনায় তিনি এ কথা বলেন। বক্তৃতার এক পর্যায়ে আবেগপ্রবণ হয়ে হয়ে পড়েন এসপি হারুন। চোখের পানি মুছে নিজের অভিব্যক্তি প্রকাশ করেন।

তিনি বলেন, 'সন্ত্রাসীর বিরুদ্ধে কাজ করতে গিয়ে সমালোচিত হয়েছি। আসলে এটা তদন্তে বের হবে। অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। কথা দিয়ে নয়, মন থেকে যেটা চেয়েছি তাই করেছি। পুলিশের ইমেজ বৃদ্ধি পেয়েছে। নারায়ণগঞ্জে থাকাবস্থায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যুর বিরুদ্ধে কাজ করেছি। নারায়ণগঞ্জে ২ হাজার পুলিশ কাজ করছে। কিছু কিছু ভুল থাকতেই পারে। তারপরও কেউ ভুল করলে তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন নিয়েছি। সন্ত্রাসী, চাঁদাবাজের পক্ষে জেলা পরিষদ চেয়ারম্যান, এমপি, মন্ত্রী কেউ তদবির করেন নাই। এটা আমাদের ভালো লেগেছে।'

পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এমও হাশেমের ছেলের কাছে চাঁদা দাবির অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, 'আমার কোনো সহকর্মীর দিকে পিস্তল তাক করবে সেটাতো হতে পারে না। তাই ওই ব্যক্তি কত বড় সম্পদশালী বা শক্তিশালী সেটা দেখিনি। কিন্তু বলা হয়েছে, টাকা দাবি করেছি। জিজ্ঞাসাবাদের জন্য তার ছেলেকে আনা হয়েছিল, মা স্বেচ্ছায় এসেছেন।'

জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজিত বিদায়ী সংবর্ধনায় উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, র‍্যাব-১১ এর সিইও কর্নেল কাজী শামসের উদ্দিন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল সহ প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর