টেকনাফ স্থলবন্দরে পেঁয়াজ খালাস ব্যাহত

কক্সবাজার, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, টেকনাফ, কক্সবাজার | 2023-08-02 04:33:30

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে দুই ঘণ্টা পণ্য ওঠা-নামা বন্ধ রাখেন শ্রমিকরা। এতে পেঁয়াজ খালাস ব্যাহত হয়। এ কারণে সন্ধ্যার পরও বন্দরে পেঁয়াজের খালাস ও লোডিং কার্যক্রম চলে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর একটা থেকে বিকাল তিনটা পর্যন্ত কর্মবিরতিতে থাকেন শ্রমিকরা।পরে তারা কাজে যোগ দিলে পেঁয়াজ খালাস আবার শুরু হয়।

টেকনাফ স্থল বন্দরে শ্রমিকদের জন্য খাবারের ক্যান্টিন, বিশুদ্ধ পানি ও টয়লেট ব্যবস্থা না থাকায় তারা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন। কর্তৃপক্ষের আশ্বাসে পরে কাজে যোগ দেন তারা।

ব্যবসায়ীরা জানান, দুই ঘণ্টা পণ্য ওঠা-নামা বন্ধ থাকায় তারা ক্ষতির সম্মুখীন হয়েছেন। বন্দরে পর্যাপ্ত শ্রমিক ও অবকাঠামোর অভাবে পেঁয়াজ যথাসময়ে খালাস করা সম্ভব হচ্ছে না।

টেকনাফ স্থলবন্দর শুল্ক কর্মকর্তা মো. আবছার উদ্দিন বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, মিয়ানমার থেকে যথেষ্ট পরিমাণ পেয়াঁজ আমদানি হচ্ছে। গত অক্টোবর ও সেপ্টেম্বর মাসেও পেঁয়াজ আমদানি বেড়েছে।

তবে শ্রমিকদের সংকট নিয়ে তিনি কোন কথা বলেননি। 

এ সম্পর্কিত আরও খবর