পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীতে রেলওয়ে হার্ডিঞ্জ ব্রিজের নিচ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের পরিচয় এখনো জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩২ বছর।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হার্ডিঞ্জ ব্রিজের নিচে আব্দুলের চায়ের দোকানের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানা ও পাকশী ফাঁড়ি পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পাকশীর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস বলেন, লাশের গায়ে জামা ও পরনে প্যান্ট ছিল। পেটে আঘাতের চিহ্ন আছে।
ঈশ্বরদী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবির দত্ত জানান, মরদেহটি পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় জানার চেষ্টা চলছে।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে ট্রেনের ছাদে চড়ে হার্ডিঞ্জ ব্রিজ অতিক্রম করার সময় অসাবধানতাবশত ব্রিজের গার্ডারের সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে তার মৃত্যু হয়েছে।