কক্সবাজার থেকে ৬৪৫ কিলোমিটার দূরে ঘূর্ণিঝড় বুলবুল

কক্সবাজার, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কক্সবাজার | 2023-08-20 06:15:14

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'বুলবুল' কক্সবাজার উপকূল থেকে ৬৪৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। এটি বাংলাদেশের উপকূলে ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার আবহাওয়া অফিসের ইনচার্জ মো. আব্দুর রহমান। তিনি বলেন, ‘বন্দরে এখনো চার নম্বর হুঁশিয়ারি সংকেত জারি রয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল আফসার বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘ঘূর্ণিঝড় বুলবুল-এর কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ করা হয়েছে। ফলে দ্বীপে আটকা পড়েছেন প্রায় এক হাজার ২০০ পর্যটক।’ ৎ

তিনি আরও বলেন, ‘আমাদের জরুরি বৈঠক চলছে। বৈঠকে সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

এ সম্পর্কিত আরও খবর