ঘূর্ণিঝড় বুলবুল: ভোলায় ব্যাপক প্রস্তুতি

ভোলা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ভোলা | 2023-08-31 01:59:36

ঘূর্ণিঝড় বুলবুল’র প্রভাবে ভোলায় দিনভর আকাশ মেঘাছন্ন ছিল। কোথাও কোথাও হালকা বৃষ্টি হচ্ছে। তবে বাতাসের কোনো তীব্রতা নেই। পরিস্থিতি মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন।

ঝড় মোকাবিলায় জেলার ৬৬৮টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। গঠন করা হয়েছ ৯২টি মেডিকেল টিম। এছাড়াও জেলা সদরসহ সাত উপজেলায় ৮টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। মানুষকে সতর্ক করতে উপকূলে চলছে রেড ক্রিসেন্ট ও সিপিপির প্রচারণা।

ভোলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কেন্দ্রের উপ-পরিচালক মো. সাহাবুদ্দিন মিয়া জানান, ভোলায় ৭ নম্বর সতর্কতা সংকেত চলছে। ঝড়ের সময়ে মানুষ যাতে নিরাপদে থাকতে পারে সেজন্য রেডক্রিসেন্ট কর্মীরা প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে।

ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক তার কার্যালয়ে রাত ৮টায় সভা করে বলেছেন, আগামীকাল দুপুর ১২টার মধ্যে যেকোনো মূল্যে ঝুঁকিপূর্ণ লোকজনকে আশ্রয় কেন্দ্রে আনা হবে।

এ সম্পর্কিত আরও খবর