পাটুরিয়া দৌলতদিয়ায় নৌরুটে ফেরি-লঞ্চ চলাচল স্বাভাবিক

মানিকগঞ্জ, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মানিকগঞ্জ | 2023-08-31 13:36:44

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব পড়েনি পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে। স্বাভাবিক রয়েছে ফেরি ও লঞ্চ চলাচল। অপেক্ষামাণ যানবাহনের কোন চাপও নেই নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায়।

শনিবার (৯ নভেম্বর) সকাল ১০ টার দিকে আরিচা কার্যালয়ের ফেরি ও লঞ্চঘাট কর্তৃপক্ষ বার্তাটোয়েন্টিফোর.কম'কে বিষয়টি নিশ্চিত করেন।

বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের ট্রাফিক বিভাগের সহকারী পরিচালক ফরিদুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় বুলবুলের কোন প্রভাব পড়েনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার পদ্মা-যমুনায়। শিবালয়ের পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম (ভারপ্রাপ্ত) জিল্লুর রহমান জানান, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলে ১৭ টি ফেরি চলাচল করছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় যানবাহনের চাপ কিছুটা কম। তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

অপেক্ষামাণ যানবাহনের কোন সারি নেই উভয় ফেরিঘাট এলাকায়। ঘাটে আসা মাত্রই ফেরিতে উঠার সুযোগ পাচ্ছে বাস, ট্রাকসহ যে কোন প্রকারের যানবাহন। ঘাট এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও নদী পুরোপুরি শান্ত বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর