প্রতিবেদন দিল কারিগরি শিক্ষা অধিদফতর, খবর নেই ছাত্রলীগের

, দেশের খবর

স্টাফ করেসপন্ডেট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজশাহী | 2023-08-17 06:43:43

রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন আহমেদকে পুকুরে ফেলে লাঞ্ছিত করার ঘটনার এক সপ্তাহ পর তদন্ত প্রতিবেদন দাখিল করেছে কারিগরি শিক্ষা অধিদফতরের গঠিত তদন্ত কমিটি। প্রতিবেদন যাচাই শেষে সরকারের উচ্চ পর্যায়ে পাঠানো হবে বলে জানিয়েছেন অধিদফতরের মহাপরিচালক রওনক মাহমুদ।

জানতে চাইলে শনিবার বিকেলে মোবাইলে তিনি বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'আমরা তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পেয়েছি। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আরও কিছু বিষয় উঠে এসেছে। সেগুলো পর্যালোচনা করে তদন্ত কমিটি সেখানে কিছু সুপারিশ করেছে। প্রতিবেদনটি আমরা যাচাই করে সরকারের উচ্চ পর্যায়ে প্রেরণ করবো। তারা এ বিষয়ে পদক্ষেপ নেবেন।'

কী ধরনের সুপারিশ করা হয়েছে এমন প্রশ্নে মহাপরিচালক রওনক মাহমুদ বলেন, 'গুরুতর কিছু বিষয় তদন্তে এসেছে। তবে তার জন্য কী ধরনের সুপারিশ করা হয়েছে, সেটা আমি বলতে পারি না। এটা নিয়ে চূড়ান্ত একটি পদক্ষেপ না হওয়া পর্যন্ত গোপন থাকা ভালো। তবে আপনাদের আশ্বস্ত করছি- তদন্তে কোনো গাফিলতি হয়নি, জড়িতরা নিশ্চয় শাস্তি পাবে।'

তদন্ত কমিটির প্রধান কারিগরি শিক্ষা অধিদফতরের পরিচালক (পিআইডব্লিউ) এসএম ফেরদৌস আলম বলেন, 'আমরা বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে প্রতিবেদন জমা দিয়েছি। সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন, পুকুরের পানির গভীরতা পরিমাপ এবং সেখানে থাকা বাঁশ ও লোহার বিভিন্ন খুঁটি জীবননাশের কারণ হতে পারতো, সেই বিষয়গুলো তুলে ধরেছি। ইন্সটিটিউটে ছাত্রলীগের টর্চার সেল মিলেছে, সেটা সম্পর্কেও প্রতিবেদনে বলা হয়েছে। আশা করি- ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন করবে।'

গত ২ নভেম্বর নামাজ পড়ে কার্যালয়ে ফেরার সময়ে অধ্যক্ষকে রাস্তা থেকে টেনে-হিঁচড়ে পুকুরে ফেলে দেয় ছাত্রলীগের পলিটেকনিক শাখার যুগ্ম-সম্পাদক কামাল হোসেন সৌরভ ও তার অনুসারী ছাত্রলীগ কর্মীরা। ঘটনার দুই দিন পর ৪ নভেম্বর কারিগরি শিক্ষা অধিদফতর ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে।

ঘটনার দিন রাতে ৬ সদস্যের কমিটি গঠন করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেয় ছাত্রলীগের রাজশাহী মহানগর শাখা। তবে ঘটনার এক সপ্তাহ পার হলেও ছাত্রলীগ এখনও তদন্ত শেষ করতে পারেনি।

জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান রাজশাহী মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি কল্যাণ কুমার জয় বলেন, 'ব্যাপকভাবে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ফলে শেষ করা সম্ভব হয়নি। প্রতিবেদন দাখিলের দেরি হওয়ার বিষয়টি মহানগর ছাত্রলীগের সভাপতিকে মৌখিকভাবে জানিয়ে সময় বৃদ্ধি করা হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তদন্ত কাজ শেষ হবে।'

মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ বলেন, 'ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতা কামাল হোসেন সৌরভকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। পলিটেকনিক ছাত্রলীগের কমিটিও স্থগিত রাখা হয়েছে। এখন বিষয়টি তদন্ত করা হচ্ছে। কমিটির সদস্যদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। তারা দ্রুতই প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদন হাতে পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।'

এদিকে, অধ্যক্ষকে লাঞ্ছিতের ঘটনায় নগরীর চন্দ্রিমা থানায় দায়েরকৃত মামলার প্রধান ৮ আসামির কাউকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে সন্দেহভাজন ৯ জনকে আটক করে পরে অধ্যক্ষের দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

নগরীর চন্দ্রিমা থানার অফিসার ইন-চার্জ (ওসি) শেখ গোলাম মোস্তফা বলেন, 'আমরা এ পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছি। সবাইকে সিসিটিভির ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রাখা হয়েছে।'

এ সম্পর্কিত আরও খবর