সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকরা আতঙ্কে

কক্সবাজার, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, টেকনাফ (কক্সবাজার) | 2023-08-21 07:45:34

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে কক্সবাজারের টেকনাফে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। থেমে থেমে হচ্ছে বৃষ্টিও। এতে সেন্টমার্টিনে বেড়াতে এসে আটকা পড়া অনেক পর্যটক আতঙ্কিত হয়ে পড়েছেন।

বৈরী আবহাওয়া ও ৪ নম্বর সতর্ক সংকেত থাকায় শুক্রবার (৮ নভেম্বর) সকাল থেকে টেকনাফ থেকে কোনো জাহাজ না ছাড়ায় ১২০০ পর্যটক দ্বীপে আটকা পড়েছেন।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে দ্বীপে আটকাপড়া বেশ কয়েকজন পর্যটকদের সঙ্গে মুঠোফোনে কথা হয়।

আটকে পড়া ঢাকার সোমন মুঠোফোনে বলেন, ‘বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে ১৭ বন্ধু মিলে সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে আসি। শুক্রবার জানতে পারি বৈরী আবহাওয়ার কারণে কোনো জাহাজ ছাড়ছে না। ফলে দ্বীপে আটকা পড়েছি সবাই। আমাদের মতো দ্বীপে আরও শতশত পর্যটক আটকা পড়েছেন। তাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।’

‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের ছাত্র মো. আদিল বলেন, ‘প্রথম বারের মত বন্ধুদের সঙ্গে সেন্টমাটিন ভ্রমণে এসে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে আটকে পড়েছি। শুক্রবার দিনে তেমন একটা ভয় কাজ করেনি। রাতে যখন বৃষ্টি ও বাতাসের গতি বাড়তে শুরু করে, তখন ভয় কাজ করছে। আমরা অল্প টাকায় ভ্রমণে আসি। এখন টাকাও শেষ। তবে সবচেয়ে বেশি ভয় কাজ করছে বৃষ্টি ও বাতাসের গতি নিয়ে।’

তবে দ্বীপে আটকা পড়া পর্যটকদের হোটেল ও খাবারে ডিসকাউন্ট দিতে সব হোটেল-মোটেলকে নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছেন সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নূর আহম্মদ।

তিনি বলেন, ‘শুক্রবার রাত থেকে দ্বীপে বৃষ্টি ও বাতাস বেড়েছে। এজন্য রুম থেকে বের হতে পর্যটকদের নিষেধ করা হয়েছে। এছাড়া দ্বীপের চারদিকে সমুদ্র সৈকতে যাতে কোনও পর্যটক না নামেন, সেজন্য পরিষদের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। যারা প্রথমবারের মতো সেন্টমার্টিনে ভ্রমণে এসেছেন, তাদের মধ্যে কিছু লোকজন ভয়ে আছেন বলে শুনেছি। তবে পর্যটকদের সার্বক্ষণিক খোঁজ খবর নেওয়া হচ্ছে।’

সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির পরিদর্শক আজমীর ইলাহি বলেন, ‘দ্বীপে আটকে পড়া পর্যটকদের নিরাপত্তার জন্য পুলিশের একাধিক টিম কাজ করে যাচ্ছেন।’

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘দ্বীপে আটকা পড়া পর্যটকদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে। তাদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সর্তক অবস্থায় রাখা হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি ভাল হলে আটকা পড়া পর্যটকদের টেকনাফ নিয়ে আসা হবে।’

ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় সেন্টমার্টিনসহ টেকনাফে ৬৫টি সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর