সাইক্লোন শেল্টারে যেতে রাজি হচ্ছে না কেউ

লক্ষ্মীপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, লক্ষ্মীপুর | 2023-08-31 10:22:11

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে লক্ষ্মীপুরের মেঘনা উপকূলে ৯ নম্বর সতর্কতা সংকেত দেখানো হচ্ছে। লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে করা হচ্ছে মাইকিং। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে মাঝে মাঝে হালকা বাতাসও বইছে। নদীতে থাকা জেলেরাও ডাঙায় উঠে এসেছে। তবে সাইক্লোন শেল্টারে যেতে রাজি হচ্ছে না কেউ। তবে যাদের কে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে তারাও পরে আবার ফিরে আসছে।

শনিবার (৯ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুরের কমলনগর এ দৃশ্য দেখা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে কমলনগরের চরকালকিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছায়েফ উল্যাহ বলেন, মানুষকে বুঝিয়েছি সাইক্লোন শেল্টারে যাওয়ার জন্য, কিন্তু কেউই যেতে রাজি হচ্ছে না। কয়েকজনকে জোর করে নেওয়া হলেও পরে তারা ফিরে এসেছে।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ হোসেন বলেন, উপকূলের লোকজনের নিরাপদ আশ্রয়ের জন্য ৫০টি সাইক্লোন শেল্টার খোলা রয়েছে। সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় এক হাজার ১০০ জন মানুষ সাইক্লোন শেল্টারে উঠেছে। তবে আমাদের উপকূলীয় এলাকা এখনো সুরক্ষিত আছে। এছাড়া যে কোন প্রয়োজনে আমাদের কন্ট্রোলরুম খোলা আছে।

এ সম্পর্কিত আরও খবর