ভোলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে ৩০টি ঘর বিধস্ত, আহত ৮

ভোলা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ভোলো | 2023-09-01 22:46:11

ভোলার লালমোহনের ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে প্রায় ৩০টি ঘর বিধস্ত হয়েছে এবং সড়কে গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়েছে। এতে অন্তত ৮জন আহত হয়েছেন।

শনিবার (৯নভেম্বর) রাত প্রায় ১১টায় চর পেয়ারী মোহন ও চর উম্মেদ এলাকায় এ ঘটনা ঘটে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খায়রুল করির জানান, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে চর পেয়ারী মোহনে ৫টি ঘর সম্পর্ণ বিধস্ত ও চর উম্মেদে ২৫টি ঘর বিধস্ত হয়েছে।

এ সময় গজরিয়া- কর্তার হাট এর মাঝামাঝি রাস্তায় বহু গাছ পড়ে ভোলা - চরফ্যাশন মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

তবে গাছ অপসারণের জন্য বন বিভাগ ও ফায়ার সার্ভিস উদ্ধারের কাজ করছে। ঘরবাড়ি বিধস্ত হয়ে আটজন আহত হয়েছে এদের মধ্যে টিন পরে তারেক নামের একজন আহত হয়েছেন। যার অবস্থা আশংঙ্কাজনক।

তার ভাই আরিফ ও স্থানীয় সাজেদাসহ অন্তত ৮জন আহত হয়ে লালমোহন ও চরফ্যাশন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর