'আশ্রয়কেন্দ্রে নিরাপদে থাকুন, বাড়ি পাহারা দেবে পুলিশ'

, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তাটোয়েন্টিফোর.কম, পটুয়াখালী | 2023-08-31 22:44:28

ঘূর্ণিঝড় বুলবুল থেকে রক্ষা পেতে সাধারণ মানুষদের সাইক্লোন শেল্টারে যাবার অনুরোধ করছেন পটুয়াখালী জেলার পুলিশ সুপার মঈনুল হাসান ।

শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যার পর থেকেই জেলার বিভিন্ন উপজেলায় সাইক্লোন শেল্টারে আশ্রিতদের সঙ্গে কথা বলেন তিনি। 

এ সময় পুলিশ সুপার ‌আশ্বস্ত করেন, 'আশ্রয়কেন্দ্রে থাকাকালীন মানুষের বাড়ি এবং সম্পদের নিরাপত্তার জন্য পুলিশ এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নজরদারি রাখছে।'

দুর্যোগকালীন কোন মানুষের যাতে জানমালের ক্ষতি না হয়, সেজন্য পুলিশের পক্ষ থেকে যা যা করণীয় সবকিছুই করা হচ্ছে বলেও জানান তিনি। পুলিশ সুপারের এমন বক্তব্যে অনেকেই বাড়িঘর রেখে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন।

এদিকে ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় পটুয়াখালী জেলায় মোট ৬৮৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে নারী এবং পুরুষদের ভিন্ন ভিন্ন কক্ষে রাখা হয়েছে। প্রতিটি আশ্রয়কেন্দ্রে শৃঙ্খলা এবং সার্বিক পরিবেশ ঠিক রাখতে গ্রাম পুলিশ সদস্যরা কাজ করছে বলেও সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে। এ পর্যন্ত বিভিন্ন আশ্রয়কেন্দ্রে প্রায় ছয় লক্ষ মানুষ আশ্রয় নিয়েছে বলেও জানানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর