বার্তায় সংবাদ প্রকাশের পর আশ্রয়কেন্দ্রে খাবার বিতরণ

বরগুনা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরগুনা | 2023-08-26 13:58:11

বরগুনার তালতলী উপজেলার আশ্রয়কেন্দ্রেগুলোতে রাত ১১টা পর্যন্ত আশ্রয়রত মানুষের মাঝে খাবার বিতরণ না করায় সংবাদ প্রকাশ করে বার্তাটোয়েন্টিফোর.কম। এটা দেখে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্রেগুলোতে শুকনো খাবার বিতরণের ব্যবস্থা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার সব কয়টি ইউনিয়নের চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয় শুকনো খাবার বিতরণের জন্য কিন্তু পচাকোড়ালিয়া ইউনিয়নের ৯টি আশ্রয়কেন্দ্রে রাত ১১টা পর্যন্ত কোনো ধরনের খাবার বিতরণ করা হয়নি। এতে বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত না খেয়ে থাকা আশ্রয়রতরা বৃষ্টিতে ভিজে বাড়িতে ফিরে যাচ্ছে। এমন একটি সংবাদ বার্তাটোয়েন্টিফোর.কম প্রকাশ করলে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন সংবাদটি দেখে তাত্ক্ষণিকভাবে আশ্রয়কেন্দ্রগুলোতে শুকনো খাবারের ব্যবস্থা করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সেলিম মিঞা বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, আমি সকালেই সকল চেয়ারম্যানদের শুকনো খাবার বিতরণের নির্দেশ দিয়েছি। কিন্তু ‍তারা তা করেননি। তাই আমরা সংবাদটি দেখে তাত্ক্ষণিক শুকনো খাবারের ব্যবস্থা করি।

আরও পড়ুন: আশ্রয়কেন্দ্রে খাবার নেই, ঝুঁকিতে বাড়ি ফিরছে অনেকেই

এ সম্পর্কিত আরও খবর