কুমিল্লায় বাস ও ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস উল্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচ জন আহত হয়েছেন।
রোববার (১০ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে কুমিল্লার চান্দিনা উপজেলার গোবিন্দপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লার ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বার্তাটোয়েন্টিফোর.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত তিনজনের মধ্যে একজন নারী, একজন পুরুষ ও একটি শিশু। তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ ভোরে গোবিন্দপুর বাসস্ট্যান্ড এলাকায় মাইক্রোবাসটিতে যাত্রী ওঠানামা করছিল। এ সময় মাইক্রোবাসটিকে পেছন থেকে একটি বাস ধাক্কা দেয়। প্রায় একই সময়ে পেছন থেকে একটি ট্রাক এসে পাশ থেকে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি মহাসড়কে উল্টে যায় গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনায় তিন যাত্রী ঘটনাস্থলেই পুড়ে মারা যান।
আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।