চাহিদার চেয়েও বেশি বিদ্যুৎ উৎপন্ন হয়েছে: বাণিজ্যমন্ত্রী

রংপুর, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, পীরগাছা (রংপুর) | 2023-08-30 10:55:08

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘আমাদের চাহিদার চেয়েও বেশি বিদ্যুৎ উৎপন্ন হয়েছে। গত ৯ নভেম্বর পর্যন্ত দেশে ২৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়েছে। আমাদের চাহিদা তার চেয়েও কম।’

রোববার (১০ নভেম্বর) দুপুরে পীরগাছা উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

টিপু মুনশি বলেন ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ একটি দল নয়, এটি একটি অনুভূতির নাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্যদিয়ে এদেশকে পিছিয়ে নেয়ার ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী এখন বাংলাদেশের হাল ধরেছেন এবং সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন।’

তিনি বলেন, ‘আমরা আলু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। আলু এখন বিদেশে রফতানি হচ্ছে। এ বছর আমরা ১০ হাজার মেট্রিক টন খাদ্যশস্য বিদেশে রফতানি করব। ২০৩০ সালের মধ্যে এসডিজি বাস্তবায়নের লক্ষ্যমাত্রা হাতে নেয়া হয়েছে। তবে এর দুই বছর আগেই তা বাস্তবায়ন করা সম্ভব হবে।’

সম্মেলনের প্রথম পর্বে উপজেলা আওলামী লীগের সভাপতি আব্দুল হাকিম সরদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- রংপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, সাংগঠনিক সম্পাদক তুহিন চৌধুরী, সাবেক সংসদ সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর