সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকরা ফিরবে সোমবার!

কক্সবাজার, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কক্সবাজার | 2023-08-26 00:55:06

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে পর্যটন নগরী কক্সবাজারে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ঘূর্ণিঝড়টির প্রভাবে সাগর উত্তাল থাকায় সেন্টমার্টিনে যাওয়া পর্যটকরা ফিরতে পারছে না। গত দুইদিন ধরে সেখানে আটকা পড়েছে ১২শ পর্যটক।

রোববার (১০ নভেম্বর) বিকেলে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব-পর্যটন সেল) মো. আশরাফুল আবছার বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, সোমবার (১১ নভেম্বর) যদি সাগর স্বাভাবিক হয় তাহলে বিশেষ ব্যবস্থায় আটকা পড়া পর্যটকদের ফিরিয়ে আনা হবে। সেখানে তারা এখন নিরাপদে আছে।

তিনি আরও জানান, সেন্টমার্টিন ছাড়া কক্সবাজার শহরের সমিতিপাড়া, কুতুবদিয়াপাড়াসহ কয়েকটি এলাকা জোয়ারের পানিতে তলিয়ে গেছে। তবে সেখানে বড় ধরনের কিছু ঘটেনি। সমুদ্র সৈকতের ৬টি পয়েন্টে পর্যটকরা নির্বিঘ্নে ঘোরাফেরা করছেন। তবে সাগর উত্তাল থাকায় তাদের গোসল না করতে বলা হয়েছে।

এদিকে, কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব অনেকটা কেটে গেছে। তবে আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে মুষলধারে বৃষ্টি হতে পারে।

এ সম্পর্কিত আরও খবর