২৪ ঘণ্টা পর কাঁঠালবাড়ী শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু

মাদারীপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মাদারীপুর | 2023-08-26 08:22:58

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ২৪ ঘণ্টা বন্ধ থাকার পরে শুরু করেছে ফেরি চলাচল। রোববার (১০ নভেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে যাত্রী ও এম্বুলেন্স নিয়ে তিনটি ফেরি চলাচল শুরু করেছে। এর আগে শনিবার (৯ নভেম্বর) বিকেল থেকে ঘূর্ণিঝড় বুলবুল এর প্রভাবে বিআইডব্লিটিএর নির্দেশে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়।

ফেরি চলাচল বন্ধ থাকার কারণে যাত্রী ও যানবাহনের চালকদের চরম দুর্ভোগে পড়তে হয়। অনেকেই জরুরী কাজে পার হওয়ার জন্য সারা রাত ফেরিতেই অবস্থান করেন।

মাদারীপুর থেকে ঢাকাগামী যাত্রী প্রকৌশলী কামরুজ্জামান তুষার বলেন, 'গতকাল রাত থেকে আজ বিকাল পর্যন্ত ফেরীতেই ছিলাম। অফিসের জরুরী কাজে ঢাকা যেতে হবে তাই পারাপারের অপেক্ষায় ছিলাম'।

বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ী ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক জসীম উদ্দিন বলেন, 'গতকাল বিকাল থেকে আবহাওয়া খারাপ হওয়ায় বন্ধ রাখা হয়েছিল সকল ধরনের নৌযান চলাচল। তবে আজ আমরা বিকাল সাড়ে তিনটার দিকে তিনটি ফেরি চালু করেছি। যাত্রী ও এম্বুলেন্স অগ্রাধিকার ভিত্তিতে পার করছি।'

এ সম্পর্কিত আরও খবর