লক্ষ্মীপুরে পানিতে ডুবে ৩৭৫ ভেড়ার মৃত্যু

লক্ষ্মীপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, লক্ষ্মীপুর | 2023-08-26 06:04:29

লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদী বেষ্টিত (দ্বীপ) চর আবদুল্লাহ ইউনিয়নে পানিতে ডুবে ৩৭৫টি ভেড়া মারা গেছে। রোববার (১০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ইউনিয়নের নতুন চর এলাকায় নদীর পানি বৃদ্ধি পেয়ে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

জানা গেছে, প্রায় ৬ বছর আগে কয়েকজন যুবক চর আবদুল্লাহ ইউনিয়নের নতুন চর এলাকায় মাংস উৎপাদনের জন্য ভেড়ার খামার চালু করেন। তারা হলেন রামগতি পৌরসভার বাসিন্দা আবুল কাশেম, জসিম, হাসান, আবুল কালাম, নিজাম, দিদার, জামাল, মঞ্জু ও নুরনবী। স্থানীয় বাজারসহ লক্ষ্মীপুরের বাইরেও তারা ভেড়া বিক্রি করে আসছেন। কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি ও নদীর পানি বৃদ্ধি পেয়ে তাদের খামারের ৩৭৫টি ভেড়া ভেসে যায়। সাঁতার কাটতে না পারায় সবগুলো ভেড়া মারা গেছে।

জানতে চাইলে খামারি আবুল কাশেম বলেন, ‘৩৮১টি ভেড়ার মধ্যে ৩৭৫টি মারা গেছে। ঘটনাস্থল থেকে খামারের দুই অংশীদার নিজাম ও মঞ্জু খবরটি জানিয়েছে। ভেড়াগুলো মরে আমাদের ৪০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। এতে আমাদের সর্বনাশ হয়ে গেছে।’

চর আবদুল্লাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মঞ্জুর বলেন, ‘ভেড়া পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনা শুনেছি। তবে কয়টি মারা গেছে তা জানা যায়নি।’

রামগতি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মোমিন বলেন, ‘ঘটনাটি কেউ আমাকে জানায়নি। তবে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তাকে এ ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য বলেছি। আমি নিজেও খোঁজ নিচ্ছি।’

উল্লেখ্য, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে মেঘনা নদীতে ২-৩ ফুট পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এতে চরাঞ্চলসহ নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর