২ দিন পর মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ

ঝিনাইদহ, দেশের খবর

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঝিনাইদহ | 2023-08-24 16:54:25

ঝিনাইদহের মহেশপুর উপজেলার লড়াইঘাট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি সুমনের মরদেহ ২ দিন পর ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।

রোববার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে শ্যামকুড় চেয়ারম্যান ঘাট দিয়ে মরদেহ ফেরত দেয়া হয়। বাংলাদেশের পক্ষে মরদেহ গ্রহণ করেন মহেশপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আওয়াল।

এসআই আব্দুল আওয়াল জানান, ভারতের পক্ষে মরদেহ হস্তান্তর করেন নদীয়া জেলার হাঁসখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজনী কান্ত বিশ্বাস। এ সময় পাখিউড়া বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর দলবীর সিং ও বিজিবির শ্রীনাথপুর কোম্পানি কমান্ডার সুবেদার এস এম কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার ভোরে ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে শিলগেইট এলাকায় পাখিউড়া ক্যাম্পের বিএসএফের গুলিতে সুমন নিহত হন। নিহত সুমন মহেশপুর উপজেলার শ্যামকুড় পশ্চিমপাড়ার আব্দুল মান্নানের ছেলে।

এ সম্পর্কিত আরও খবর