সরকারি রাস্তা কেটে ইটভাটা সম্প্রসারণ

নোয়াখালী, দেশের খবর

গিয়াস উদ্দিন রনি, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নোয়াখালী | 2023-08-22 00:15:23

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় একটি সরকারি রাস্তা কেটে ইটভাটার সীমানা সম্প্রসারণের অভিযোগ উঠেছে। বামনী ব্রিকস ম্যানুফ্যাকচারিং কোম্পানি নামে ওই ইটভাটার মালিকের নাম সিদ্দিক উল্যাহ ভূট্টো।

জানা গেছে, উপজেলার রামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ইকবাল বাহার চৌধুরী সড়কের ২০০ মিটার কেটে ইটভাটা সম্প্রসারণ করা হয়েছে। ফলে আবাদি কৃষি জমির মালিক, কৃষকসহ রাস্তার দুই পাশের ৩০টি বাড়ির প্রায় শতাধিক বাসিন্দাদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল বাহার চৌধুরী বলেন, '৭-৮ বছর আগে গ্রামীণ সড়ক উন্নয়ন কর্মসূচির আওতায় রাস্তাটি নির্মাণ করা হয়। কিন্তু কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে ইটভাটার মালিক সিদ্দিক উল্যাহ ভূট্টো সরকারি রাস্তার ২০০-২৫০ মিটার কেটে ইটভাটা সম্প্রসারণ করেছেন। এ সড়কটি বামনী ব্যাংক রোড থেকে শুরু হয়ে বেড়ি পর্যন্ত গিয়েছে।'

রামপুর ইউনিয়নের পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলা উদ্দিন তোতা বলেন, 'চেয়ারম্যান ইকবাল বাহার চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকে তিনি ফোনে আমাকে এ বিষয়টি অবহিত করেছেন। পরে আমি সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছি। চেয়ারম্যানের নির্দেশে এ কাজে জড়িতদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হবে।'

ইটভাটার মালিক সিদ্দিক উল্যাহ ভূট্টো বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'রাস্তাটি সরকারি হলেও আমাদের জমির ওপর দিয়ে তৈরি করা হয়েছে। এ সড়কে মানুষ চলাচল করে না। তবে আমরা অন্য জায়গা দিয়ে রাস্তা তৈরি করে দেব।'

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল আহমদ বলেন, 'এ বিষয়ে খোঁজ নিয়ে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

এ সম্পর্কিত আরও খবর