গাইবান্ধায় বিদ্যালয়ে ব্রেস্ট ফিডিং রুম ও ক্যান্টিন উদ্বোধন

গাইবান্ধা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা | 2023-08-27 07:33:17

গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজে শিশুদের দুধ পান করানোর জন্য ব্রেস্ট ফিডিং রুম (নারী কর্নার) ও ক্যান্টিনের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উত্তম কুমার রায় ও প্রতিষ্ঠানটির অধ্যাপক আমজাদ হোসেন চৌধুরী আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

এসময় প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সদস্য আশাদুল হক, আশা কলেজের উপাধ্যক্ষ প্রমদা রঞ্জন পাল, শিক্ষক প্রতিনিধি রাজিউল বকশ্ মুরাদ, আবুল কাসেম, সিনিয়র সহকারী শিক্ষক এবিএম সাত্তার, সঞ্জিব কুমার বর্মণ, অশোক কুমার সাহা, মাহবুবার রহমান, শ্যামল চন্দ্র বর্মণ, ফেরদৌস রাব্বী প্রমুখ উপস্থিত ছিলেন।

নির্বাহী অফিসার (ইউএনও) উত্তম কুমার রায় বলেন, প্রতিটি প্রতিষ্ঠানে ব্রেস্ট ফিডিং রুম থাকা জরুরি। আর এর প্রয়োজনীয়তা উপলব্ধি করেই কর্তৃপক্ষ মায়েদের সুবিধার্থে এখানে একটি ব্রেস্ট ফিডিং রুম চালু করেছে।

তিনি বলেন, প্রতিষ্ঠানটিতে কোনো ক্যান্টিন না থাকায় ১ হাজার ৪০০ শিক্ষার্থী ছাড়াও এখানে কর্মরত শিক্ষক ও কর্মচারীরা বেশ দুর্ভোগ পোহাচ্ছিলেন। আজ এই সমস্যার সমাধান হয়ে গেল।

এ সম্পর্কিত আরও খবর