প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল নারী শ্রমিকের

নীলফামারী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নীলফামারী | 2023-08-29 09:09:41

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় প্রাইভেটকারের ধাক্কায় মোমেনা বেগম (৪৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) সকালে উপজেলার বাইপাস মহাসড়কের ধলাগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোমেনা সৈয়দপুর উপজেলার কামার পুকুর ইউনিয়নের সিদ্দিক আলীর স্ত্রী এবং সৈয়দপুর শহরের একটি পাটের তৈরি সুতার ফ্যাক্টরিতে কাজ করতো।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের মতো সোমবার সকালে কাজে যাওয়ার জন্য বের হয় মোমেনা । পথে উপজেলার বাইপাস মহাসড়কের ধলাগাছা এলাকায় মোমেনাকে পেছন থেকে একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে সে গাড়ির বাম্পারে আটকে যায়। এ সময় ওই নারীকে এক কিলোমিটার পর্যন্ত হিঁচড়ে নেয় প্রাইভেটকারটি। সৈয়দপুর টার্মিনালের কাছাকাছি একটি স্পিড ব্রেকারের সঙ্গে ধাক্কা লেগে সড়কের পাশে পরে মোমেনার মরদেহ।

পরে দ্রুত বেগে গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রায় ১৫ কিলোমিটার দূরে রংপুর জেলার তারাগঞ্জ-কিশোরগঞ্জ সড়কের বাহাগিলী ব্রীজের কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। তারাগঞ্জ হাইওয়ে পুলিশ প্রাইভেটকারটি ও চালককে আটক করে।

দুর্ঘটনার খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসে এবং মরদেহ উদ্ধার করে তারাগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহজাহান পাশা বার্তাটোয়েন্টিফোর.কমকে ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

এ সম্পর্কিত আরও খবর