নোয়াখালীর সুবর্ণচরে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে জমির ধান, খেসারি ও সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এ উপজেলার ৮টি ইউনিয়নের ৭২টি ওয়ার্ডে ৩৮ হাজার হেক্টর জমিতে ধানসহ বিভিন্ন ফসল আবাদ হয়েছে। এর মধ্যে গত দুই দিনের টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে আবাদি জমির ৩ হাজার ৪শ হেক্টর ধান নুয়ে পড়েছে। পাশাপাশি ১৫০ হেক্টর জমির সবজি এবং ৩ হাজার হেক্টর জমির খেসারির ব্যাপক ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী কৃষকরা জানান, অনেক কৃষক ধারদেনা করে চড়া সুদে ঋণ নিয়ে জমিতে ধান ও সবজির চাষ করেছেন। কিন্তু ধান গাছ সহ সবজি পানিতে ডুবে থাকার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তারা। এ কারণে কৃষকের মুখের হাসি যেন হারিয়ে গেছে। সুবর্ণচরের কৃষকরা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছে সহযোগিতা কামনা করেছেন।
সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, কিছু কিছু এলাকায় আউশ, ইরি, আমন ও হাইব্রিড ধান নুয়ে পড়ে পানিতে ডুবে আছে। মূলত অতিবৃষ্টির কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে। আরও ৩ থেকে ৪ দিন পর প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যাবে।