ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে পটুয়াখালীতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
পটুয়াখালী জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্যমতে তিন ধরনের ফসলের বেশি ক্ষতি হয়েছে। এর মধ্যে রোপা আমনের ২৭ শতাংশ, শাক-সবজি ৩৯ শতাংশ এবং খেসারির শতভাগ ক্ষতি হয়েছে।
পটুয়াখালী জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক হৃদয় দত্ত জানান, ৮ থেকে ১০ নভেম্বর পর্যন্ত ঘূর্ণিঝড়ের আঘাতে জেলায় ৫৫ হাজার ১৬৫ হেক্টর জমির রোপা আমনের ক্ষতি হয়েছে। এবার পটুয়াখালী জেলায় দুই লাখ ২৩ হাজার ৩৩৯ হেক্টর জমিতে আমন আবাদ করা হয়েছিল। এছাড়া ১৮০ হেক্টর জমির শাক-সবজির ক্ষতি হয়েছে। সেখানে মোট ৬৬০ হেক্টর জমিতে শাক-সবজির আবাদ করা হয়েছিল। এছাড়া ১৮শ হেক্টর জমিতে আবাদ করা খেসারির পুরোটাই ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে যেসব জমিতে এখনো পানি জমে রয়েছে তা নিষ্কাশনের ব্যবস্থা করলে ক্ষতির পরিমাণ আরও কমানো সম্ভব। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতা করলে দ্রুত তারা ঘুরে দাঁড়াতে পারবে বলেও জানান জেলার এই কৃষি কর্মকর্তা।