‘শহীদ নূর হোসেনকে নিয়ে রাঙ্গার দেয়া বক্তব্য কুরুচিপূর্ণ’

লালমনিরহাট, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, লালমনিরহাট | 2023-08-26 09:15:56

নব্বইয়ের গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ নূর হোসেনকে ‘ইয়াবাখোর’ বলে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা যে বক্তব্য দিয়েছেন তার সমালোচনা করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বিএসবি-মাহাবুব) সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক কমরেড শওকত হোসেন আহম্মেদ।

তিনি বলেন, ‘নূর হোসেনকে নিয়ে রাঙ্গার দেয়া বক্তব্য কুরুচিপূর্ণ। রাঙ্গার বড় ভাই লেবু আমার বন্ধু। সেদিক থেকে রাঙ্গা আমার ছোট ভাই ও পূর্ব পরিচিত। সামনে দেখা পেলে আমি নিজেই তাকে জিজ্ঞাসা করব কীভাবে সে এ রকম বক্তব্য দিলেন। আমি তার এ বক্তব্য প্রত্যাহারের দাবি করছি।’

সোমবার (১১ নভেম্বর) দুপুরে মোবাইফোনে এক সাক্ষাৎকারে বার্তাটোয়েন্টিফোর.কমকে এসব কথা বলেন তিনি।

ঘটনার বিবরণ দিয়ে শওকত হোসেন আহম্মেদ বলেন, ‘নব্বইয়ের গণ অভ্যুত্থানের সময় মিছিল নিয়ে আমরা বিজয়নগর পানির ট্যাংকি থেকে বের হয়ে জিরো পয়েন্টের দিকে যেতে থাকি। পথিমধ্যে একটি ছেলে (নূর হোসেন) গায়ে ‘স্বৈরাচার নিপাত যাক’ লেখা নিয়ে আমাদের মিছিলে প্রবেশ করে। জিপিও সংলগ্ন পাবলিক টয়লেটের কাছে গেলে পুলিশ চারদিক থেকে মিছিলটি ঘিরে ফেলে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় সবাই পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলি করে পুলিশ। পুলিশের গুলিতে নূর হোসেন গুলিবিদ্ধ হয়।’

তিনি আরও বলেন, ‘ওই ঘটনায় স্বপন, মোস্তাক হোসেন (বর্তমানে গণফোরাম নেতা) ও আমাকে আটক করে নিয়ে যায় পুলিশ। কিছুদূর গিয়ে আমাকে নির্যাতন করে ফুটপাতে ফেলে দেয় এবং বাকি দু’জনকে নিয়ে যায়। যে নূর হোসেন গণতন্ত্রের জন্য স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ হলেন, সে স্বৈরাচার দলের নেতা যখন নূর হোসেনকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয় তা সত্যি দুঃখজনক। আমরা তার এ বক্তব্যের তীব্র প্রতিবাদসহ প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

এ সম্পর্কিত আরও খবর