ঘূর্ণিঝড় বুলবুলের কবলে পড়ে পটুয়াখালীর গলাচিপার নিখোঁজ ১২ জেলের সন্ধান মিলেছে। এসব জেলেরা ঝড়ের কবলে পড়ে সুন্দরবনের মধ্যে আশ্রয় নিয়েছিলেন। তাদের কারো কোনো ক্ষতি হয়নি।
সোমবার (১১ নভেম্বর) রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এসএম দেলোয়ার হোসেন।
উদ্ধার হওয়া জেলেরা হলেন- গলাচিপা পক্ষিয়া গ্রামের রিপন খলিফা, তরিকুল, মনসুর, সেলিম, রিয়াজ, সাহা গাজী, চরখালী গ্রামের নিজাম মৃধা, রাজিব মৃধা, আলম হাওলাদার, মহিউদ্দিন ও মোকলেস মৃধা।
উদ্ধার হওয়া জেলে রিপন খলিফার চাচাতো ভাই মোশারফ প্যাদা বলেন, ‘ঘূর্ণিঝড় বুলবুলের কবলে পড়ে নিখোঁজ ওই ১২ জেলে বেঁচে আছেন। এর মধ্যে আমার ভাইও রয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) তারা গলাচিপায় আসতে পারে।’