বগুড়া শহরের চেলোপাড়ায় ঠাকুর ঘরে দেওয়া প্রদীপের আগুনে দোকানি মিঠু বর্মণের তিনটি ঘর পুড়ে ছাই গেছে।
সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যার পর শহরের চেলোপাড়ায় (নাইট স্কুলের গলি) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার মিঠু বর্মণের স্ত্রী ঠাকুর ঘরে সন্ধ্যা বাতি জ্বালিয়ে স্বামী সন্তানসহ শহরের দত্তবাড়িতে হরিবাসর দেখতে যান। প্রদীপের আগুন থেকে ঠাকুর ঘরে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করেন। ততক্ষণে বাড়ির তিনটি ঘরের আসবাব, কাপড়-চোপড়সহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়।
নাইট স্কুলের গলি চিকন হওয়ায় সেখানে কোন যানবাহন প্রবেশ করতে না পারায় স্থানীয়রা ফায়ার সার্ভিসেও সংবাদ দেননি স্থানীয়রা।
বগুড়া পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর পরিমল চন্দ্র দাস বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, স্থানীয় লোকজন আগুন নেভাতে সক্ষম হলেও মুদি দোকানী মিঠু বর্মণ নিঃস্ব হয়ে গেছেন।