চুয়াডাঙ্গায় যুবলীগ কর্মীর ওপর বোমা হামলা

চুয়াডাঙ্গা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চুয়াডাঙ্গা | 2023-08-30 21:44:00

চুয়াডাঙ্গায় যুবলীগ কর্মী শেখ সানি সুইটের ওপর বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১১ নভেম্বর) রাতে পৌর শহরের বাগানপাড়ায় নিজ বাসার সামনে এ হামলার শিকার হন তিনি। পরে স্থানীয়রা আহত সুইটকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।

জানা যায়, জেলা যুবলীগ আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে চুয়াডাঙ্গা পৌর শহরের বাগান পাড়ার নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একদল দুর্বৃত্ত তাকে উদ্দেশ্য করে একটি বোমা ছুড়ে পালিয়ে যায়। বোমাটি বিস্ফোরিত হলে সুইট মারাত্মক জখম হন। পরে স্থানীয়রা আহত সুইটকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্কচটেপ মোড়ানো একটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেন।

এ ঘটনার খবর পেয়ে হামলার শিকার যুবলীগ কর্মী সুইটকে দেখতে হাসপাতালে যান জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দারসহ দলের নেতাকর্মীরা।

বোমা হামলার শিকার যুবলীগ কর্মী সুইট বলেন, ‘সোমবার জেলা যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। অনুষ্ঠান শেষ করে বাড়িতে চলে আসি। রাতে বাড়ির কাজ শেষে বাইরে বের হলে দুটি মোটরসাইকেলে হেলমেট পড়া চারজন এসে তাকে উদ্দেশ্য করে একটি বোমা ছোড়ে। বোমা বিস্ফোরিত হলে আমি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলি।’

এ প্রসঙ্গে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, ‘খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের একটি দল। এ সময় সাদা স্কচটেপ মোড়ানো একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’

এ সম্পর্কিত আরও খবর