চুরির অপবাদে প্রতিবন্ধী কিশোরকে নির্যাতন, আটক ২

ঢাকা, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সাভার (ঢাকা) | 2023-08-25 03:28:42

সাভারের আশুলিয়ায় সানী (১৩) নামের এক প্রতিবন্ধী কিশোরকে চুরির অপবাদ দিয়ে বাড়িতে আটকে রেখে নির্যাতনের অভিযোগে দু’জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১১ নভেম্বর) রাতে আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, আশুলিয়ার পলাশবাড়ি এলাকার আরব আলীর ছেলে সোহাগ ও একই এলাকার আইনুদ্দিন মোল্লার ছেলে কবির মোল্লা। নির্যাতিত ওই কিশোর একই এলাকার ছালমা বেগমের ছেলে।

ভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ জানায়, অভিযুক্ত সোহাগসহ আরও বেশ কয়েকজন কবুতর চুরির অপবাদ দিয়ে ওই কিশোরকে সোমবার সন্ধ্যায় রাস্তা থেকে তুলে নিয়ে সোহাগের বাড়িতে আটকে রাখেন। পরে তাকে নানাভাবে নির্যাতন করেন তারা। শূন্যে তুলে তাকে মাটিতে ফেলে দেওয়া হয়। কিশোরকে মেরে ফেলার হুমকি দেন। তাকে উদ্ধারের চেষ্টা করলে এলাকাবাসীকেও তাড়িয়ে দেন সোহাগ। এ সময় ওই কিশোরের মা আরও বেশি সংখ্যক লোকজন নিয়ে সোহাগের বাড়ি গেলে সানীকে ছেড়ে দেন।

এ ঘটনায় সানীর মা ছালমা বেগম আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করলে সোহাগসহ দুইজনকে আটক করে পুলিশ।

আশুলিয়ার থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, ‘অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুই জনকে রাতেই আটক করা হয়েছে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিলেছে।’

এ ঘটনায় জড়িতদের আটকের জন্য অভিযান চলমান রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

এ সম্পর্কিত আরও খবর