উপকূল বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবী

কুড়িগ্রাম, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, পটুয়াখালী | 2023-08-24 02:24:07

'কাউকে পিছনে ফেলে নয়' স্লোগানকে সামনে রেখে ৭০ এর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে, ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণা ও উপকূল বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবীর মধ্য দিয়ে পালিত হয়েছে উপকূল দিবস।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে পটুয়াখালী ইয়ুথ ফোরামের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

পটুয়াখালী ইয়ুথ ফোরাম এর সভাপতি মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ।

ইয়ুথ ফোরামের নির্বাহী পরিচালক মো. হাসিবুর রহমানের মূল প্রবন্ধ উপস্থাপনের বিষয়ে আলোচনা করেন চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি খন্দকার ফরহাদ জামান, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুস সালাম আরিফ, শুকতারার পরিচালক মাহফুজ ইসলাম, শেরেবাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহিমা মিনি প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ৭০ এর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে উপকূলের লাখ লাখ মানুষ নিহত হয়। সব হারিয়ে নিঃস্ব হয়ে যায় প্রাণে বেঁচে থাকা পরিবারগুলো। তাই উপকূলবাসীর ভাগ্য উন্নয়নের জন্য উপকূল বিষয়ক মন্ত্রণালয় গঠনসহ ৭০ এর ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে সরকারিভাবে ১২ নভেম্বরকে উপকূল দিবস হিসেবে ঘোষণার দাবি করেন তারা।

এ সম্পর্কিত আরও খবর