মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল বার্তাটোয়েন্টিফোর.কমে সংবাদ প্রকাশের পরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তহমিদা খানমকে অবশেষে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় বদলির বিষয়টি বার্তাটোয়েন্টিফোর.কমকে নিশ্চিত করেছেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান।
তিনি বলেন, ‘বদলির বিষয়ে মহিলা অধিদপ্তর থেকে একটি চিঠি পেয়েছি। তাকে গাজীপুরের মহিলা শিশু ও কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্রে বদলি করা হয়েছে। এই আদেশে মূল কর্মস্থল বালিয়াকান্দি থেকেই তাকে তার বেতন-ভাতাদি উত্তোলন করার নির্দেশ দেয়া হয়েছে।’
এর আগে গত ৯ সেপ্টেম্বর বার্তাটোয়েন্টিফোর.কমে ‘নিয়ম নেই, তবুও একই কর্মস্থলে একযুগ তিনি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর নড়েচড়ে বসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
উল্লেখ্য, সরকারি কর্মকর্তারা একই কর্মস্থলে তিন বছরের অধিক সময় থাকতে পারবেন না। এই নিয়ম থাকলেও মানা হয়নি তহমিদা খানমের ক্ষেত্রে। তিনি ২০০৭ সালের ২৩ ডিসেম্বর থেকে বদলির আদেশের আগ পর্যন্ত একটানা ১২ বছর বালিয়াকান্দি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন: নিয়ম নেই, তবুও একই কর্মস্থলে একযুগ তিনি