টাঙ্গাইলে লাইসেন্সবিহীন এসিড রাখার দায়ে এক ব্যবসায়ীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ৫০ হাজার হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত আলী চৌধুরী এ রায় দেন। সাজাপ্রাপ্ত শাহ আলম (৩৫) কালিহাতী উপজেলার ছিলিমপুর গ্রামের আবু বক্করের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী টাঙ্গাইল জজ কোর্টের পিপি এস আকবর আলী খান বলেন, '২০১৮ সালের ১৪ অক্টোবর টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় অবৈধভাবে এসিড রাখার অভিযোগে দোকানের মালিক শাহ আলমকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার দোকান থেকে লাইসেন্সবিহীন ৪০ লিটার এসিড উদ্ধার করা হয়। পরে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। সাক্ষী এবং শুনানি শেষে মঙ্গলবার আদালত এ রায় দেন।