বেনাপোলের দৌলতপুর সীমান্ত পথে ভারতে পাচারের সময় ৭ গ্রাম ওজনের ৬টি স্বর্ণবারসহ মনিরা খাতুন নামে নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বুধবার (১৩ নভেম্বর) সকাল ১১ টায় বেনাপোলের দৌলতপুর সীমান্তের গরু খাটালের সামনে থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে।
আটক মনিরা খাতুন বেনাপোলের বড়আচড়া গ্রামের রোমজান আলীর স্ত্রী।
২১ ব্যাটালিয়ন বিজিবির দৌলতপুর ক্যাম্প কমান্ডার সুবেদার মশিয়ার রহমান বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় দৌলতপুর সীমান্তপথে ভারতে স্বর্ণের একটি চালান পাচার হবে। পরে সীমান্তে নিরাপত্তা জোরদার করে বিজিবি। এক পর্যায়ে সন্দেহভাজন ওই নারী সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবি তাকে ধরে। পরে তার শরীর তল্লাশী করে ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হবে।