বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের গাইনি বিভাগ থেকে নবজাতক চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৩ নভেম্বর) রাত ৯টা পর্যন্ত পুলিশ চুরি যাওয়া শিশুটিকে উদ্ধার করতে পারেনি।
এর আগে বুধবার দুপুরের পর শিশুটি গাইনি ওয়ার্ড থেকে চুরি হয়ে যায়।
জানা গেছে, কাহালু উপজেলার নলখড়িয়া গ্রামের সৌরভ মিয়ার স্ত্রী নাহিদা আকতারের (২৪) প্রসব বেদনা জনিত কারণে বুধবার দুপুর দেড়টার দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করানো হয়। দুপুরের পর রোগীকে লেবার রুমে নেওয়া হয়। সেখানে অপারেশন ছাড়াই নাহিদা আকতার একটি পুত্র সন্তান প্রসব করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিকেল ৩টার দিকে নার্সরা নবজাতককে প্রসূতির সঙ্গে আসা আবেদা বেগম নামে এক আত্মীয়ের হাতে তুলে দেন। নবজাতককে নিয়ে ওয়ার্ডে যাওয়ার পথে অজ্ঞাত এক নারী আবেদা বেগমকে বলে প্রসূতির জন্য ওষুধ লাগবে, এজন্য তাকে টাকা দিয়ে নবজাতক কোলে নেয়। তিনি ওষুধ কিনতে যাওয়ার পর নবজাতকসহ ওই নারী উধাও হয়।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, নবজাতক চুরির বিষয়টি বিকেল ৩টার পর হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। এরপর বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ খোঁজ নেওয়া হচ্ছে।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, বিভিন্ন ভাবে অনুসন্ধান চালানো হচ্ছে শিশুটিকে উদ্ধারের জন্য।